Monday, 8 February 2021
প্রাথমিক বিদ্যালয় খুললে জামা-জুতার টাকা পাবে শিক্ষার্থীরা
কিডস অ্যালাউন্স হিসেবে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে এক হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন।সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে নগদের মাধ্যমে দেশের আটটি উপজেলায় উপবৃত্তি প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ এক হাজার টাকা দেয়ার কথা থাকলেও তা দেয়া সম্ভব হয়নি। আমরা সব শিক্ষার্থীদের তথ্য যুক্ত করেছি। বিদ্যালয় খুললে নগদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এ অর্থ পৌঁছে দেয়া হবে।
তিনি আরও বলেন, এখন থেকে নগদের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ প্রদান করা হবে। আজ আটটি উপজেলার ৮৬ হাজার ৫২ জনের গত তিন মাসের উপবৃত্তি দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে দেশের সব জেলায় নগদের মাধ্যমে উপবৃত্তির অর্থ পাঠানো হবে। গত তিন মাস বাবদ প্রত্যেক শিক্ষার্থীকে ৪৫০ টাকা করে দেয়া হবে। আটটি উপজেলায় মোট ৩ কোটি ৬৪ লাখের বেশি টাকা বিতরণ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ফরমপূরণ বিজ্ঞপ্তি ২০২১: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ১ম বর্ষের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৮-১৯, ২০১৭-২০১৮ ও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৩-২০১৪ ও ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শুধুমাত্র Promoted ‘F’ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফরম পূরণ সংক্রান্ত সময়সীমা নিচে তুলে দেওয়া হলোঃ
আবেদন ফরম পূরণের শুরু ও শেষ তারিখঃ ১৩/০২/২০২১ থেকে ০২/০৩/২০২১ পর্যন্ত।
ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখঃ ০৩/০৩/২০২১ তারিখ (রাত ১১ঃ৫৯ মিনিট) পর্যন্ত।
সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শুরু ও শেষ তারিখঃ ০৪/০৩/২০২১ তারিখ বিকাল ৪টা পর্যন্ত।
বিবরণী ফরম এবং অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখঃ ০৭/০৩/২০২১।
অনলাইনে ফরমপূরণের লিঙ্কঃ www.nubd.info/honours
অনার্স ১ম বর্ষ পরীক্ষার নিয়মিত,অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ফরমপূরণের বিজ্ঞপ্তি
Monday, 1 February 2021
Subscribe to:
Posts (Atom)